চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে মো. আলাউদ্দীন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৮ জনর আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (৫ মে) ভোর ৬টার দিকে উপজেলার ভাটিরসূলপুর এলাকার বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আলাউদ্দীনের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামে। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুম, বাসেদ ও মুজাহিদ। তারা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের বাসিন্দা। তাৎক্ষণিক বাকিদের নাম জানা যায়নি। তবে আহতরা সবাই কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার ভোরে লক্ষীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যানে ভুলতা গাউছিয়া এলাকায় মালামাল কিনতে যাচ্ছিলেন ১২ জন কাপড় ব্যবসায়ী। পিকআপ ভ্যানটি ভাটিরসূলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলাউদ্দীনের মৃত্যু হয়। আহত হন বাকিরা। আহতের মধ্যে ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয় এবং ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।