অনলাইন নিউজ-
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির।
মৃতরা হলেন- ওই গ্রামের দবিজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫)।ভানোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তমিজরা পাঁচ ভাইয়ের মধ্যে একজন তিন বছর আগে মারা গেছেন। দুই ভাই ঢাকায় চাকরি করেন। এছাড়া তমিজ ও রবিউল এলাকায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
তিনি বলেন, সারাদিন ভুট্টা ভাঙার কাজ শেষে বাড়ি ফেরেন তমিজ ও রবিউল। ঘরে বৈদ্যুতিক ফ্যানের তারে লিকেজ দেখা তমিজ তা পলিথিন দিয়ে ঠিক করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
প্রাণ গেল ২ ভাইয়ের ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের তারে জড়িয়ে-
তাকে বাঁচাতে গিয়ে রবিউলও বিদ্যুতায়িত হন; এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান বলে জানান ইউপি চেয়ারম্যান।ওসি ফিরোজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।