মোঃ হারুন অর রশিদ , পোরশা , নওগাঁ
উক্ত মসজিদটি দীর্ঘদিন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং সেটির আশেপাশের জমি কবরস্থান হিসেবে এলাকাবাসী ব্যবহার করে আসছিল। বর্তমান কবরস্থান সংস্কারের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকাবাসী মসজিদের ভিতরে একটি কোরআন শরিফ দেখতে পান। এবং সেখানকার মাদ্রাসার হুজুর এসে কোরআনটি দেখে বলেন এটি ২০০ বছরের আগের ছাপানো। এখন কোরআনটি সেখানে অক্ষত অবস্থায় সেই মসজিদের ভিতরে রাখা আছে।
উক্ত মসজিদের আয়তন অনেক ছোট এবং ৫/৭ জন লোক নামাজ পড়তে পারবে। এবং নতুন নামকরণ করা হয় আলনূর জামে মসজিদ। পরে এটির দরজায় টিনের বেড়া দেয়া হয়।