রাজধানীর লালবাগে ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সিআইডির ফরেনসিক সহায়তায় ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলাল (৬০)। তাঁর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার কাজিরপাড়া গ্রামে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ৯৯৯ এ ফোন পেয়ে লালবাগ থানার পুলিশ নবাবগঞ্জ হোসেন উদ্দিন খান ১ম লেন সংলগ্ন বেরিবাঁধ এলাকার পাকা রাস্তার পাশে একটি বটগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশে বাংলাদেশ পুলিশ সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
লালবাগ থানার ওসি বিষয়টি তাৎক্ষণিকভাবে জামালপুরের মেলান্দহ থানার ওসিকে অবহিত করেন। পরে যোগাযোগের মাধ্যমে মৃত আলালের পরিবারের সঙ্গে কথা বলা হয়।
খবর পেয়ে মৃতের ছেলে মোহাম্মদ লিমন, ছোট ছেলে মো. ইমনসহ আত্মীয়স্বজন ঢাকায় এসে মরদেহ শনাক্ত করেন।
মৃতের ছেলে লিমন বলেন, “আমার বাবা অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন, আবার কয়েকদিন পর ফিরে আসতেন। শেষবার ১০-১২ দিন আগে কাউকে কিছু না বলে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। ভেবেছিলাম ফিরে আসবেন, কিন্তু পুলিশের মাধ্যমে জানতে পারলাম বাবা মারা গেছেন।”
পরিবারের নিশ্চিতকরণের পর লালবাগ থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।

ডিজিটাল ডেস্ক 























