ফুলপুরে পরকীয়ার জেরে সংগঠিত হত্যা মামলার আসামী কথিত প্রেমিকা আকলিমা গ্রেফতার।
ফুলপুরের বওলায় সংগঠিত চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার এজাহার নামীয় আসামী আকলিমা খাতুন (৩০)কে আজ ভোরে আটক করে পুলিশে সোপর্দ করেছে মামলার বাদী নাজমা খাতুন।
উল্লেখ্য,গত ২০ জুলাই পরকীয়ার জেরে বওলা এলাকার জনৈক সোহাগ মিয়া পিতা হরমুজ আলী তার নিজ কন্যা সুরাইয়া (১৩) এবং সুমাইয়া (১১) কে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ করে নিহতদের মা নাজমা খাতুন।ঐ মামলায় নাজমার স্বামী কথিত ঘাতক সোহাগ মিয়া (৩৮) সাড়ে ৫ মাস ধরে হাজতে আছে।এজাহার নামীয় অপর আসামী সোহাগের পরকীয়া প্রেমিকা আকলিমা এতোদিন পলাতক ছিলো।
আজ ভোরে আসামী আকলিমা তার স্বামী সিরাজুলকে খুঁজতে বওলা এলে লোকজন তাকে আটকাতে চেষ্টা করে।খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।পরে ফুলপুর থানার মামলা নং ১৭(৭)২৪ ধারা ৩০২/৩৪ দবি মূলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদী জানান।