এবারের ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থা অংশ নিতে পারছে না, নিরাপত্তা ও সরকারি অনুমতির অভাবে। মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বিষয়টি নিশ্চিত করেছে।
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতি এবং সরকারি সবুজ সংকেত না পাওয়ায় আমরা ঝুঁকি নিতে পারছি না। ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে অংশগ্রহণের আশা রয়েছে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ বইয়ের জন্য পাঠকরা অপেক্ষা করেন, কিন্তু এবারের মেলায় তা সম্ভব হচ্ছে না।”
বইমেলা ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেক প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা।
১৯৯৬ সাল থেকে দীর্ঘ তিন দশক ধরে নিয়মিত অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশের প্যাভিলিয়ন ‘সেরা প্যাভিলিয়ন’ হিসেবে সম্মান পেয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা শঙ্কা এবং কৌশলগত বিবেচনার কারণে এবারও বাংলাদেশ অনুপস্থিত।
এবারের মেলায় প্রায় ১০০০টির বেশি স্টল এবং ২০টি দেশ অংশগ্রহণ করছে। কিন্তু প্রতিবেশী বাংলাদেশের অনুপস্থিতি বইপ্রেমীদের জন্য বড় আক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

ডিজিটাল ডেস্ক 






















