যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া কে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মমিন প্রাণে বেঁচে গেছেন।
রোববার (১৩ই এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে যশোর জেলার রোহিঙ্গা বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিএনপি নেতা মমিন ভূঁইয়া জানান, রাতে মোটরসাইকেল যোগে সে তার ভাণ্ডারী মোড়ে ভাই ভাই স’মিল থেকে বাড়ি ফিরছিলেন। রোহিতা বাজার পার হয়ে যখন রুহুল আমিনের বাড়ির সামনে পৌছায় তখন সাত আট জন দুর্বৃত্ত তার গতি রোধ করার চেষ্টা করে। এবং তাকে লক্ষ্য করে প্রথম দুইটি হাত বোমা নিক্ষেপ করলে সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরও একটি হাত বোমা নিক্ষেপ করলেও হাত বোমা লক্ষ্য ভ্রষ্ট হয়ে মোটর সাইকেলে লাগে এবং মোটর সাইকেলে ক্ষতি হয়।প্রাণে বেঁচে যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আ:মোমিন। বোমার শব্দে আশেপাশের লোকজন এসে মমিন কে উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার আশিকুর রহমান জানান, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খেদাপাড়া ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, খবর পেয়েই আমি ফোর্স নিয়ে আমি দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনিরামপুর থানার ওসি নূরমোহাম্মদ গাজী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।