গত বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি তাদের নিয়ে যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’