ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্যের মোট ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮টি জেলার ১২১টি আসনে ভোট দিচ্ছেন বিহারের প্রায় ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি ভোটার। এই দফায় মোট ১ হাজার ৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে।
নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিহার সংস্করণ ‘মহাগঠবন্ধনে’র মধ্যে।
প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, আরজেডি প্রধান লালুপ্রসাদের ছোট ছেলে এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, পাশাপাশি বিহারের দুই বিজেপি উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিন্হা।
পূর্ববর্তী বিধানসভা নির্বাচনে (২০২০) এই ১২১টি আসনের মধ্যে আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধন ৬৩টি আসনে জিতেছিল, যেখানে এনডিএ পেয়েছিল ৫৫টি আসন। ফলে মধ্য ও দক্ষিণ বিহারের যে অঞ্চলে বৃহস্পতিবার ভোট, সেখানে মহাগঠবন্ধন সামান্য এগিয়ে থেকে শুরু করছে।
বিহারে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় বাকি ১২২টি আসনে ভোটগ্রহণ হবে এবং ১৪ নভেম্বর ভোট গণনা করা হবে।

ডিজিটাল ডেস্ক 

























