দ্রুতই নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (উইমেন্স বিপিএল) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গত রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিপিএলের নিলাম শুরু আগে স্বাগত বক্তব্য দেওয়ার সময় মেয়েদের বিপিএল আয়োজনের ঘোষণা দেন বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, আমরা খুব শিগগিরই নারী বিপিএল শুরু করছি। আপনারা যদি নিজেদের পুরুষ দলের পাশাপাশি নারীদের দল রাখতে চান, তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে।’
এর আগে চলতি বছরের শুরুতে বিপিএল একাদশ আয়োজনে একই পরিকল্পনার কথা জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে। তবে সেটি বাস্তবায়ন হয়নি। এবার বুলবুলের ঘোষণা সফলতার মুখ দেখবে কিনা তা সময়ই বলে দেবে।


























