ময়মনসিংহ , মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেগম খালেদা জিয়া ছিলেন জাতির কঠিন সময়ের আশার আলো বললেন প্রেস সচিব

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে জাতির কঠিন সময়ের আশার আলো হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেশের এই শীর্ষ নেত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম তাঁর বার্তায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে লিখেছেন যে, তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন বীর যোদ্ধা হিসেবে এ দেশের মানুষের পাশে ছিলেন। বিশেষ করে জাতির জন্য যখনই চরম সংকটকাল উপস্থিত হয়েছে, তখনই তিনি আশার আলো হয়ে পথ দেখিয়েছেন।

তিনি মনে করেন, খালেদা জিয়ার আজীবন লড়াই ও ত্যাগের মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত চেতনা ও মহিমা সংজ্ঞায়িত হয়েছে। শফিকুল আলম তাকে সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময় ও মহানুভব হিসেবে বর্ণনা করে বলেন যে, ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে তিনি কোটি মানুষের কাছে একজন আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

শোকবার্তার শেষ অংশে প্রেস সচিব মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন। তিনি প্রার্থনা করেন যে, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনে স্থান দান করেন। এই বীর সংগ্রামী নেত্রীর বিদায়ে তার প্রতি সম্মান জানিয়ে শফিকুল আলম লেখেন, ‘আপনি চির শান্তিতে ঘুমান।’

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্তর থেকে একের পর এক শোকবার্তা আসছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়া ছিলেন জাতির কঠিন সময়ের আশার আলো বললেন প্রেস সচিব

আপডেট সময় ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে জাতির কঠিন সময়ের আশার আলো হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেশের এই শীর্ষ নেত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম তাঁর বার্তায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে লিখেছেন যে, তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন বীর যোদ্ধা হিসেবে এ দেশের মানুষের পাশে ছিলেন। বিশেষ করে জাতির জন্য যখনই চরম সংকটকাল উপস্থিত হয়েছে, তখনই তিনি আশার আলো হয়ে পথ দেখিয়েছেন।

তিনি মনে করেন, খালেদা জিয়ার আজীবন লড়াই ও ত্যাগের মাধ্যমেই বাংলাদেশের প্রকৃত চেতনা ও মহিমা সংজ্ঞায়িত হয়েছে। শফিকুল আলম তাকে সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময় ও মহানুভব হিসেবে বর্ণনা করে বলেন যে, ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে তিনি কোটি মানুষের কাছে একজন আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

শোকবার্তার শেষ অংশে প্রেস সচিব মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন। তিনি প্রার্থনা করেন যে, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনে স্থান দান করেন। এই বীর সংগ্রামী নেত্রীর বিদায়ে তার প্রতি সম্মান জানিয়ে শফিকুল আলম লেখেন, ‘আপনি চির শান্তিতে ঘুমান।’

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্তর থেকে একের পর এক শোকবার্তা আসছে।