ময়মনসিংহ , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় বলেছেন রিজভী ভারতের সঙ্গে টানাপোড়েনের প্রভাব অর্থনীতিতে পড়বে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী বললেন হাসনাত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসছেন আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই বলেছেন নাহিদ ইসলাম চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তাদের প্রবেশ, আজ জকসু নির্বাচন জামায়াত এখন পরিশুদ্ধ দল, সুশাসনের জন্যই আমরা এক হয়েছি বললেন কর্নেল অলি কঠোর নির্দেশনা জকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জন্য বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য খাগড়াছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্যারিস্টার ফুয়াদ ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিও বার্তা দেন তিনি।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার ফুয়াদের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন দাখিলের আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগও করেন।

ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।’

ভিডিওতে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলমান রয়েছে। এ সংগ্রাম শহীদদের রেখে যাওয়া আমানত উল্লেখ করে তিনি ইনসাফ ও আজাদির পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

মুলাদী উপজেলার চরকালেখান নোমরহাট এলাকার বাসিন্দা নাইমুল হোসেন বলেন, অনেক রাজনীতিক অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেও নিজের আর্থিক সীমাবদ্ধতা প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের সহায়তায় নির্বাচিত হলে তিনি জনগণের কাছে আরও বেশি দায়বদ্ধ থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার নয় বলেছেন রিজভী

ব্যারিস্টার ফুয়াদ ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন

আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিও বার্তা দেন তিনি।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার ফুয়াদের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন দাখিলের আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগও করেন।

ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।’

ভিডিওতে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলমান রয়েছে। এ সংগ্রাম শহীদদের রেখে যাওয়া আমানত উল্লেখ করে তিনি ইনসাফ ও আজাদির পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

মুলাদী উপজেলার চরকালেখান নোমরহাট এলাকার বাসিন্দা নাইমুল হোসেন বলেন, অনেক রাজনীতিক অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেও নিজের আর্থিক সীমাবদ্ধতা প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের সহায়তায় নির্বাচিত হলে তিনি জনগণের কাছে আরও বেশি দায়বদ্ধ থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।