ব্রহ্মপুত্র নদ
নওরীন তাবাসসুম শুচি
ব্রহ্মপুত্র তুমি কতই না সুন্দর নদ
তোমার তীরে গড়ে উঠেছে বিশাল জনপদ
শহরবাসী দেখে মুগ্ধ হয় তোমার গতি পথ
তোমার বুকে বাসা বাঁধে মৎস্য সম্পদ।
করেছ তুমি প্রাণবন্ত ময়মনসিংহ শহর
তোমার ডাঙ্গায় বসে কাটে আমার অবসর
পাল তোলা নৌকা করে খেলা তোমার অন্তর
ময়মনসিংহ শহরকে তুমি করেছ মনোহর।
তুমি দিয়েছ এ শহরকে সুন্দর আকৃতি
তোমার ছোয়া পেয়ে সতেজ হয় প্রকৃতি
তোমায় পেয়ে ধন্য মোরা ময়মনসিংহ বাসী
তোমার পাড়ে বসে কাটে আমার সকল ক্লান্তি।
(সবার তোলা নদের পিক কমেন্টে দিয়ে যেও)