নিখোঁজের দুই দিনের মাথায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠেছে ইব্রাহিম ও ইমরান নামে দুই সহোদরের মরদেহ।
সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল ৩টার দিকে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হয় ওই দুই সহোদর।
মরদেহ উদ্ধারের নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এদিকে এ ঘটনার পর শিশু দুইজনের জন্য নদের পাড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। একসঙ্গে আপন দুই সহোদরের এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। শিশুর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা ৩টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম ও ইমরান। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। খবর পেয়ে উলিপুর থানার ওসি ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি। তারা দুজন ছোট বেলা থেকেই ওই চরের বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতেই থাকে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাটি হৃদয়বিদারক। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।