টুর্নামেন্ট অলিম্পিক আগামী ২৬ জুলাই থেকে পর্দা উঠছে ২০৫ জাতির । ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবে সামার অলিম্পিকের এই আসরটি। এই আসরকে সামনে রেখে রবিবার (৭ জুলাই) সিবিএফের মূল ভবনে ১৮ সদস্যের শক্তিশালী নারী ফুটবল দল ঘোষণা করেছে ব্রাজিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ),কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে আসর থেকে বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই প্যারিস অলিম্পিকের দল ঘোষণা করেছে।টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিলের নারী ফুটবল দল। ১৭ জুলাই পর্যন্ত তাদের অনুশীলন চলার কথা বলা হয়েছে। ১৮ সদস্যের মূল দলের সঙ্গে আরো ৪ নারী ফুটবলারকে রিজার্ভ হিসেবে রেখেছে কোচ আর্থার ইলিয়াস।সুযোগ দেবে কোচ মূল দলের কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে সেক্ষেত্রে রিজার্ভ ফুটবলারদের মধ্য থেকে কাউকে

 Reporter Name
																Reporter Name								 















