রাজধানীর কদমতলী এলাকায় মো. সাহাবুদ্দিন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার(৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মুরাদপুর আদর্শ রোডে এ ঘটনা ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন সাহাবুদ্দিন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই কদমতলী জুরাইন এলাকায় থাকতেন এবং ভাঙারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলীর কুদর বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে ভাই শাহাবুদ্দিনকে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে তার ভাইক মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিন বলেন, ‘কে বা কারা ভাইকে কুপিয়েছে তা জানতে পারি নাই। তবে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানতে পারবো।’
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। হত্যার প্রকৃত কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ডিজিটাল রিপোর্ট 


















