অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২ টা ১ মিনিটে প্রথমে সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এর পরপরই ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোঃ দিদারে আলম মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গাইতে গাইতে শহীদ মিনার থেকে নেমে আসেন এমপি।
সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।