মঙ্গলবার সন্ধ্যায় শহরের গলগন্ডা হাজিবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় জামালপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী একটি কমিউটার ট্রেন ওই নারীকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।