প্রসাদ দাস :
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞায়ার দিকনির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের তত্বাবধানে এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন জব্বারের মোড় হইতে শম্ভুগঞ্জ গামী নির্মাণাধীন পাকা রাস্তায় রঘুরামপুর ঈদগাহ মাঠের গেইটের সামনে হইতে ২১ এপ্রিল ২৫ গ্রাম হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ রায়িদ মীর (২৪), পিতা-মৃতঃ সালাউদ্দিন মীর, সাং- রঘুরামপুর বকুলতলা, মোঃ আঃ মালেক (৩৮), পিতা-মৃতঃ জসিম উদ্দিন, সাং-রঘুরামপুর কুমারীকান্দা, মোঃ নয়ন (২৮), পিতা-মোঃ হেলাল,সাং-রঘুরামপুর বকুলতলা, সর্ব থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদেরদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ মালেক (৩৮) এর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন জেসি গুহ রোড (ষ্টেশন রোড) সাকিনস্থ জহির অটো পাটর্স এর দোকানের সামনে পাকা রাস্তার উপরহইতে ২০ এপ্রিল ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরে আলম (৩৯), পিতা মৃতঃ আঃ হাই , সাং-মজলিশপুর, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা বর্তমান সাং-আকুয়া চুকাইতলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
ময়মনসিংহ ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মদকসহ গ্রেফতার-১০
এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের জয় বাংলা চত্ত্বর এর বিপরীত পাশে পাকা রাস্তারু উপর হইতে ২০ এপ্রিল ০৪ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মোঃ রবিন (২০), পিতা-মোঃ রফিজুল হোসেন, সাং-কৃষ্টপুর মদের ডিপু, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন শিবগঞ্জ বাজারে মুদি দোকানদার মোঃ ওমর ফারুক এর মুদির দোকানের ভিতর হইতে ২১ এপ্রিলন রাত ০৩.৩৫ ঘটিকায় টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত টাকা ও তাসসহ জুয়ারি মোঃ ওমর ফারুক (৩৪), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-মৃতঃ ফিরোজা বেগম, ২। মোঃফজলুল হক(২৮), পিতা মোঃ মালেক মন্ডল, উভয় সাং- বৈলাজান, মোঃ শফিকুল ইসলাম( ৩৮), পিতা মৃতঃ আমের আলী মন্ডল মাতাঃ মালেকা বেগম, ৪। মোঃ জয়নাল আবেদিন (৩৫), পিতা মৃতঃ নবী হোসেন , মোঃ মজিবুর রহমান (৩৪), পিতা মোঃ সলিমুদ্দিন, সর্ব সাং-মৌহতলা থানাঃ ফুলবাড়ীয়া সর্ব জেলাঃ ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
ময়মনসিংহ ডিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মদকসহ গ্রেফতার-১০
উদ্ধারকৃত ২৫ গ্রাম হেরোইন, ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪ বোতল বিদেশী মদ এবং তাস ও টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১০ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।