ময়মনসিংহ , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহ মুক্ত দিবস আজ

১৯৭১ সালে  মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে।  বীর মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তখন দেশে প্রবেশ করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের তেলিখালি পৌঁছে যুদ্ধ করে ৩ ডিসেম্বর স্থানটি শত্রুমুক্ত করেন। পরে সাত দিন পথে পথে যুদ্ধ করে হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা ও শম্ভুগঞ্জ পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত করে যৌথ বাহিনী।

পরে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে পৌঁছালে মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দাঁড়াতে না পেরে হানাদার বাহিনী তল্পিতল্পাসহ ময়মনসিংহ থেকে রাজধানী ঢাকার দিকে পালিয়ে যায়। মুক্তিবাহিনী আনন্দ আর উল্লাস করে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদ পার হয়ে সার্কিট হাউস মাঠে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করে।

তৎকালীন মুক্তিযোদ্ধা যুব শিবিরের প্রধান সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ভারতীয় মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার সাম সিং বাবাজীর  নেতৃত্বে পতাকা ওড়ান। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নগরীর ছোট বাজার মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।পরে শহরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ-উল্লাস ও মিছিল করে।

বীর মুক্তিযোদ্ধা ও গবেষক বিমল পাল বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মূল্যবোধ লালনে উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস স্কুল কলেজের পাঠ্য পুস্তকে অন্তভুক্ত করতে হবে।

 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহ মুক্ত দিবস আজ

আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

১৯৭১ সালে  মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে।  বীর মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তখন দেশে প্রবেশ করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের তেলিখালি পৌঁছে যুদ্ধ করে ৩ ডিসেম্বর স্থানটি শত্রুমুক্ত করেন। পরে সাত দিন পথে পথে যুদ্ধ করে হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা ও শম্ভুগঞ্জ পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত করে যৌথ বাহিনী।

পরে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে পৌঁছালে মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দাঁড়াতে না পেরে হানাদার বাহিনী তল্পিতল্পাসহ ময়মনসিংহ থেকে রাজধানী ঢাকার দিকে পালিয়ে যায়। মুক্তিবাহিনী আনন্দ আর উল্লাস করে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদ পার হয়ে সার্কিট হাউস মাঠে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করে।

তৎকালীন মুক্তিযোদ্ধা যুব শিবিরের প্রধান সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ভারতীয় মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার সাম সিং বাবাজীর  নেতৃত্বে পতাকা ওড়ান। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নগরীর ছোট বাজার মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।পরে শহরে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ-উল্লাস ও মিছিল করে।

বীর মুক্তিযোদ্ধা ও গবেষক বিমল পাল বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মূল্যবোধ লালনে উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস স্কুল কলেজের পাঠ্য পুস্তকে অন্তভুক্ত করতে হবে।