ময়মনসিংহ , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘মানসিক চিকিৎসার’ দাবি শাখা ছাত্রদলের ঘোষণা দিয়ে তারেক রহমানের ব্যানার ছিঁড়েন রাকসু জিএস আম্মার,

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। পাশাপাশি রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

গত রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।

২৪ ঘণ্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে উল্লেখ করে সুলতান আহমেদ রাহী লিখেছেন, ‘বারবার অনুরোধ সত্ত্বেও ‘মানসিক চিকিৎসাকেন্দ্র’ তার সঠিক পরিচর্যা না করায় এহেন অছাত্রসুলভ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনতিবিলম্বে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি। চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না, ২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা গৃহিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এদিকে, ব্যানার ছেঁড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, ‘শক্তির জোরে ব্যানার খুলে ফেলা হয়েছে। এর চেয়ে বর্বরোচিত ঘটনা আর কী হতে পারে। তারেক রহমান একজন দেশবরেণ্য নেতা ও জাতীয় ঐক্যের প্রতীক। তাকে অভিনন্দন জানিয়ে পোস্টার টাঙানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী এমন ক্ষতি হয়েছে যে এটি ছিঁড়ে ফেলতে হবে- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব ছাত্র নামধারী নেতারা লেখাপড়া বাদ দিয়ে শুধু টহল দিয়ে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কোথায় কী হচ্ছে, সেটা কি তাদের কাজ। এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না। বিচারের ভার জাতির ওপর ছেড়ে দিলাম।’

উল্লেখ্য, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার একটি টাঙায়। পরে ব্যানারটি নিজ হাতে খুলে ফেলেন সালাউদ্দিন আম্মার।

এর আগে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার অপসারণের জন্য আল্টিমেটাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন রাকসু জিএস।

ব্যানার ছেঁড়ার ভিডিও ফেসবুকে শেয়ার করে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘সংশ্লিষ্ট শিক্ষককে দুপুর ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। তিনি তা করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজেই ব্যানারটি ছিঁড়ে ফেলেছি। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যত উপসর্গ দেখবো, শিক্ষকদের ক্ষেত্রেও তার বিরোধিতা করবো। শিক্ষক রাজনীতি শিক্ষার সর্বনাশ করছে এবং শিক্ষকদের পলিটিক্যাল দালালে পরিণত করছে।’

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও একই বার্তা। তবে তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো দলীয় ব্যানার, মিছিল-মিটিং বা প্রকাশ্য দলীয় পরিচয় দেখায়নি। যে কোনো দল রাজনীতি করতে পারে, তবে সেটা ক্যাম্পাসের বাইরে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইলেও এর নেপথ্যে ভয়াবহ শিক্ষক রাজনীতি কাজ করছে। এ বিষয়ে শিক্ষক রাজনীতির বিরুদ্ধে সবার আগে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মানসিক চিকিৎসার’ দাবি শাখা ছাত্রদলের ঘোষণা দিয়ে তারেক রহমানের ব্যানার ছিঁড়েন রাকসু জিএস আম্মার,

আপডেট সময় ১০:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঘোষণা দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। পাশাপাশি রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

গত রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।

২৪ ঘণ্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে উল্লেখ করে সুলতান আহমেদ রাহী লিখেছেন, ‘বারবার অনুরোধ সত্ত্বেও ‘মানসিক চিকিৎসাকেন্দ্র’ তার সঠিক পরিচর্যা না করায় এহেন অছাত্রসুলভ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনতিবিলম্বে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি। চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না, ২৪ ঘন্টার মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা গৃহিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এদিকে, ব্যানার ছেঁড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, ‘শক্তির জোরে ব্যানার খুলে ফেলা হয়েছে। এর চেয়ে বর্বরোচিত ঘটনা আর কী হতে পারে। তারেক রহমান একজন দেশবরেণ্য নেতা ও জাতীয় ঐক্যের প্রতীক। তাকে অভিনন্দন জানিয়ে পোস্টার টাঙানোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী এমন ক্ষতি হয়েছে যে এটি ছিঁড়ে ফেলতে হবে- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এসব ছাত্র নামধারী নেতারা লেখাপড়া বাদ দিয়ে শুধু টহল দিয়ে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কোথায় কী হচ্ছে, সেটা কি তাদের কাজ। এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না। বিচারের ভার জাতির ওপর ছেড়ে দিলাম।’

উল্লেখ্য, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার একটি টাঙায়। পরে ব্যানারটি নিজ হাতে খুলে ফেলেন সালাউদ্দিন আম্মার।

এর আগে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার অপসারণের জন্য আল্টিমেটাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন রাকসু জিএস।

ব্যানার ছেঁড়ার ভিডিও ফেসবুকে শেয়ার করে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘সংশ্লিষ্ট শিক্ষককে দুপুর ২টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। তিনি তা করেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজেই ব্যানারটি ছিঁড়ে ফেলেছি। ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতির যত উপসর্গ দেখবো, শিক্ষকদের ক্ষেত্রেও তার বিরোধিতা করবো। শিক্ষক রাজনীতি শিক্ষার সর্বনাশ করছে এবং শিক্ষকদের পলিটিক্যাল দালালে পরিণত করছে।’

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও একই বার্তা। তবে তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো দলীয় ব্যানার, মিছিল-মিটিং বা প্রকাশ্য দলীয় পরিচয় দেখায়নি। যে কোনো দল রাজনীতি করতে পারে, তবে সেটা ক্যাম্পাসের বাইরে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইলেও এর নেপথ্যে ভয়াবহ শিক্ষক রাজনীতি কাজ করছে। এ বিষয়ে শিক্ষক রাজনীতির বিরুদ্ধে সবার আগে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।