মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বুকিত বিনতাংয়ে এক বিশেষ অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি ভবনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে বাংলাদেশিসহ ৭৭০ বিদেশি নাগরিককে আটক করা হয়।
দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, এই বিশেষ অভিযানটি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালনা করা হয়। এতে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন।
অভিযানের সময় সাত থেকে আটজন অবৈধ অভিবাসীকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। দেখা যায়, এটি তাদের নিয়মিত আড্ডাখানা, যেখানে তারা প্রায়ই জুয়া খেলার জন্য জড়ো হয়।
এক ব্যক্তি যিনি প্রাথমিকভাবে নিজেকে শুধুমাত্র পর্যটক হিসেবে দাবি করেছিলেন, তিনি তল্লাশির সময় কর্মকর্তাদের বাধা দেন এবং দুর্ব্যবহার করেন। পরে দেখা যায়, তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
অভিযানের সময় কয়েকজন অভিবাসী আশপাশের দোকানে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। কেউ কেউ টেবিলের নিচে লুকান। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটে যখন কয়েকজন অভিবাসী গ্রেফতার এড়াতে পাশের ভবনের ছাদে উঠে যান। কেউ কেউ রেস্টুরেন্ট বা দোকানে খাওয়ার বা ঘুরতে আসার অজুহাত দেন।
এই অভিযানে মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক রয়েছে। এর মধ্যে বিভিন্ন অপরাধে ৭৭০ জন অবৈধ অভিবাসীকেও আটক করা হয়।
আটককৃতদের সবার বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ১৭ জন ইন্দোনেশীয় পুরুষ ও দুজন নারী, ৩৭৭ জন বাংলাদেশি পুরুষ, ৫৮ জন ভারতীয় পুরুষ, ২৩৫ জন মিয়ানমারের পুরুষ, ৭২ জন নেপালি পুরুষ এবং অন্যান্য দেশের নয়জন নাগরিক রয়েছেন।
তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া, নকল পরিচয়পত্র ব্যবহার করা এবং অন্যান্য ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বাসরি ওথমান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে আটককৃতদের বেশিরভাগই নির্মাণ প্রকল্পে কাজ করেন এবং তাদের নিয়োগকর্তারা তাদের থাকার জন্য বাসা ভাড়া দিয়েছেন।
আটককৃতদের প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য পুত্রজায়ায় ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়েছে এরপর তাদের বেরানাং এবং লেংগেং ডিটেনশন ডিপোতে রাখা হবে বলেও জানা গেছে।