মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন।
গত সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোনোভাবে ওই আর্থিং তারের সঙ্গে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। গোলাম কিবরিয়া বিষয়টি না জেনে বাইসাইকেল ধরার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হন।
স্বামীর এমন অবস্থা দেখে তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরানোর চেষ্টায় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় তাদের ছোট মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে পথচারীরা তাদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, ওই দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।