যারা আমাদের সঙ্গে একমত হতে পারবে তাদের নিয়েই আমরা নির্বাচনী প্রচারণা চালাব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে তিনি রাজধানীর উত্তরায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমরা আলোচনা করছি। এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব।
বিএনপির এক প্রার্থীর রিটকারীর ওপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে আসিফ বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে। এ ছাড়া নারায়ণগঞ্জে প্রার্থীর ওপর হামলা হয়েছে। এটার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। প্রার্থী ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এবার ১০ দলীয় জোট নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন করবে; এই প্রত্যাশা জানাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে এনসিপির কোনো ভূমিকা আছে কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছে। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই। ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দুয়ার খোলা রয়েছে।

ডিজিটাল রিপোর্ট 
























