রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫৫ মিনিটে শান্তিনগর এলাকা থেকে মো. আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একইদিন রাত ১২টা ৫ মিনিটে উত্তরা-১৪ নম্বর সেক্টর থেকে মো. বাবুলকে, ২টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে এবং ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া থেকে রেজাউল করিম রানা গ্রেপ্তার হন।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় লালবাগ থেকে মো. রুহুল আমীন, রাত ১১টা ৩০ মিনিটে মতিঝিল থেকে হাবিবুর রহমান হাবিব ও একই সময় বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেপ্তার করে ডিবির সংশ্লিষ্ট বিভাগ।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।