রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
খাগড়াছড়ির রামগড় উপজেলায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালা পাড়ায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, একই এলাকার মর্তুজা আলীর জমিতে সাদ্দাম নামের এক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টার দিকে একটি সালিশি বৈঠক হয়। স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হলেও বৈঠক শেষ হওয়ার পর উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মো. আবুল কালাম (৫০) শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকের পর দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।