মাটি ও মানুষ ডেস্ক : রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি নিয়ে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি লাভা মোংলা বন্দরে ভিড়েছে।
বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আসা এ জাহাজটি আজ বুধবার ২২মে সকাল ১১টার দিকে বন্দরের ৫ নং জেটিতে ভিড়েছে। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স এর ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে ৩৯২ প্যাকেটের প্রায় ১ ০৪৩ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা রাশিয়ার পতাকাবাহী জাহাজটি আজ মোংলা বন্দর জেটিতে ভিড়েছে।
জাহাজটি থেকে আজ দুপুর থেকে মালামাল খালাস কাজ শুরু হবে। আমদানি করা ওইসব মেশিনারিজ বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর বন্দর জেটি থেকে সড়ক পথে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া শুরু হবে।