ময়মনসিংহ , মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন বললেন সাদিক কায়েম একইসঙ্গে জিতলেন হজের লটারি মিসরের তিন ভাইবোন আপিলের রায়ের তারিখ ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান আর্মি সার্ভিস কোরকে লাল কেল্লা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা ৯৭ শতাংশ মুসলিম ভোটার মামদানিকে ভোট দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আটক ফেসবুকে ‘১৩ তারিখ ঢাকা যাওয়ার’ পোস্ট, তারেক রহমান যদি চাইতেন ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন বললেন আব্দুস সালাম ১০ম দিনের আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ঝিনাইদহে মধ্যরাতে মৃদুস্বরে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রিজভী খাল-পাহাড় ডিঙিয়ে ঋতুপর্ণার বাড়িতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে যান একটি প্রতিনিধি দল।

এ সময় ফুটবলার ঋতুর পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌছে দেন রুহুল কবির রিজভী। পাশাপাশি ঋতুপর্ণার মা ভূজোপতি চাকমার হাতে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে ঋতুর পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী।

রাঙ্গামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার মগাছড়িতে জন্ম পাহাড়ের রত্ন জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি। উপজেলা শহরের মূল সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি এলাকা মাড়িয়ে যেতে হয়। একমাত্র ভাই তিন বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিন বোনের বিয়ে হয়ে গেছে। ফুটবল থেকে আয় করা অর্থ দিয়ে চলে ঋতুপর্ণার পরিবার।

মায়ের চিকিৎসা সহায়তাসহ কৃতী ফুটবলার ঋতুর পরিবারের সংকট নিরসনে দেশের মানুষসহ সরকারি সহায়তা চেয়েছিলেন তার পরিবার। সাড়া না পেলেও খবর পেয়ে লন্ডন থেকে বিএনপি নেতা তারেক রহমান ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়িয়েছেন। ঋতুপর্ণা চাকমার বাড়ি গিয়েছিলেন রুহুল কবির রিজভী। উপজেলা শহরের মূল সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি এলাকা মাড়িয়ে বাড়িতে যেতে হয়। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে পথে পথে হাঁটুপানি। ছাতা মাথায় দিয়ে ঋতুপর্ণা চাকমার বাড়ি পৌঁছান রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা। বিএনপির সহযোগিতায় ঋতুর পরিবার খুবই খুশি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৫ সালে ক্যানসারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারের বিপক্ষে (২-১) জিতে বাংলাদেশ প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। তুর্কমিনিস্তানের বিপক্ষেও গোল করেন তিনি।

এ দিকে মায়ের অসুস্থতার সময় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঋতুপর্ণা চাকমা। গতকাল এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমাদের পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমার মায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, সেটি আমাদের জন্য এক আশীর্বাদ।’

এই মুহূর্তে অর্থের চেয়ে দোয়া ও ভালোবাসার প্রয়োজন বেশি উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করুন এবং আপনাদের দোয়ায় তাকে ভালো রাখুন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন বললেন সাদিক কায়েম

রিজভী খাল-পাহাড় ডিঙিয়ে ঋতুপর্ণার বাড়িতে

আপডেট সময় ০২:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে ঋতুপর্ণার বাড়িতে যান একটি প্রতিনিধি দল।

এ সময় ফুটবলার ঋতুর পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌছে দেন রুহুল কবির রিজভী। পাশাপাশি ঋতুপর্ণার মা ভূজোপতি চাকমার হাতে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে ঋতুর পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী।

রাঙ্গামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার মগাছড়িতে জন্ম পাহাড়ের রত্ন জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি। উপজেলা শহরের মূল সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি এলাকা মাড়িয়ে যেতে হয়। একমাত্র ভাই তিন বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিন বোনের বিয়ে হয়ে গেছে। ফুটবল থেকে আয় করা অর্থ দিয়ে চলে ঋতুপর্ণার পরিবার।

মায়ের চিকিৎসা সহায়তাসহ কৃতী ফুটবলার ঋতুর পরিবারের সংকট নিরসনে দেশের মানুষসহ সরকারি সহায়তা চেয়েছিলেন তার পরিবার। সাড়া না পেলেও খবর পেয়ে লন্ডন থেকে বিএনপি নেতা তারেক রহমান ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়িয়েছেন। ঋতুপর্ণা চাকমার বাড়ি গিয়েছিলেন রুহুল কবির রিজভী। উপজেলা শহরের মূল সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার পাহাড়ি এলাকা মাড়িয়ে বাড়িতে যেতে হয়। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে পথে পথে হাঁটুপানি। ছাতা মাথায় দিয়ে ঋতুপর্ণা চাকমার বাড়ি পৌঁছান রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা। বিএনপির সহযোগিতায় ঋতুর পরিবার খুবই খুশি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৫ সালে ক্যানসারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারের বিপক্ষে (২-১) জিতে বাংলাদেশ প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে। তুর্কমিনিস্তানের বিপক্ষেও গোল করেন তিনি।

এ দিকে মায়ের অসুস্থতার সময় পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঋতুপর্ণা চাকমা। গতকাল এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে আমার এবং আমাদের পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমার মায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন, সেটি আমাদের জন্য এক আশীর্বাদ।’

এই মুহূর্তে অর্থের চেয়ে দোয়া ও ভালোবাসার প্রয়োজন বেশি উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার মায়ের জন্য দোয়া করুন এবং আপনাদের দোয়ায় তাকে ভালো রাখুন।’