অনলাইন সংবাদ: রাজধানীর কল্যাণপুরের বেসরকারি ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে ফোঁড়ার অপারেশন করাতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন রুশ কিশোরী। মায়ের সঙ্গে চিকিৎসা করাতে এসে বিড়ম্ভনায় পড়ে দেশব্যাপী ভাইরাল হয়েছিলেন এই রুশ তরুনী। সেখানে হাসপাতালের এক কর্মীর দ্বারা শ্লীলতাহানির শিকার হয়ে থানায় মামলা দায়ের করতে বাধ্য হয়েছিলেন ভুক্তভোগী কিশোরীর মা।
উক্ত ঘটনায় জানা যায় যে, এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অভিযুক্ত ওয়ার্ডবয় আবুল কাশেমকে তাৎক্ষণিক স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। গত ৮ই ফেব্রুয়ারি রাতে হাসপাতালের ১৪ তলায় অবস্থিত সার্জারি ওয়ার্ডের একটি কেবিন কক্ষে এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছে হাসপাতালের একাধিক সূত্র। এ সময় কেবিনটিতে রুশ কিশোরী এবং তার মা অবস্থান করছিলেন। ঘটনার ৫ দিন পর গত ১৩ই ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন কিশোরীর মা। ঘটনার পরপরই ওয়ার্ডবয় কাশেম পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে তা অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত ব্যক্তি আবুল কাশেম এখন কারাগারে এবং মামলাটি আদালতে বিচারাধিন রয়েছে। অভিযুক্ত আসামির গ্রামের বাড়ি গোপালগঞ্জ।