ময়মনসিংহ , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী জেলা ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যুক্ত হন।

ছাত্রদলে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল।

প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটতে পারত না। ছাত্ররা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূল নেতৃত্বের দায়িত্ব ছিল তাদের। পরবর্তীতে বিভিন্ন শক্তি নেপথ্যে থেকে তাদের সহায়তা করেছে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টদের আগের কর্মকাণ্ড যেন পুনরায় না ঘটে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। জুলাই ২০২৪-এ শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়ায় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে, যা শুধু শহরে নয়, সারা দেশে ছড়িয়েছে।

সংসদ সদস্য প্রার্থী বলেন, ছাত্রদলে যোগদানকারী বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা ছাত্রদলকে নতুন আঙ্গিকে গড়ে তুলব।

এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের কথা উল্লেখ করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, যা সময়োপযোগী।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে

শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া

আপডেট সময় ১০:০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী জেলা ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যুক্ত হন।

ছাত্রদলে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল।

প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটতে পারত না। ছাত্ররা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূল নেতৃত্বের দায়িত্ব ছিল তাদের। পরবর্তীতে বিভিন্ন শক্তি নেপথ্যে থেকে তাদের সহায়তা করেছে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টদের আগের কর্মকাণ্ড যেন পুনরায় না ঘটে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। জুলাই ২০২৪-এ শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়ায় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে, যা শুধু শহরে নয়, সারা দেশে ছড়িয়েছে।

সংসদ সদস্য প্রার্থী বলেন, ছাত্রদলে যোগদানকারী বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা ছাত্রদলকে নতুন আঙ্গিকে গড়ে তুলব।

এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের কথা উল্লেখ করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, যা সময়োপযোগী।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী।