অনলাইন সংবাদ: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ জনের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩জন বিজয়ী হয়েছেন। একজন বিএনপি ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সমিতির ভবনে সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কমিশন সূত্রে জানা যায়, ২০২৪ সেশনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটার ছিলেন ২৮৫ জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২৭২ জন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত সাদা প্যানেলের ১৩ জন বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন সভাপতি আবু হানিফ মিয়া , সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি পদে আলমগীর হোসেন হাওলাদার, সহ সভাপতি পদে ছাইদুর রহমান ছাইদ, যুগ্ম সম্পাদক পদে জামাল ভূইয়া, সহ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রাধা রানী দে, লাইব্রেরি সম্পাদক রেজওয়ানুল হাসান রনি, অডিট সম্পাদক আসাদুল ইসলাম শুভ্র, সদস্য কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন ও বিল্লাল হোসেন।