রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার পিচ্চি আবিরকে (২৪) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও দুটি ইলেকট্রিক শক যন্ত্র উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সহযোগীরা হলেন আব্বাস (১৯) ও সিয়াম (১৯)।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পিচ্চি আবির দীর্ঘদিন ধরে রায়েরবাজার এলাকায় ছিনতাই ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল। অভিযানে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও মো. শহিদুল ওসমান মাসুম অংশ নেন। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই এবং দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়।
আবিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে।
তিনি ৫ গস্ট কেরানীগঞ্জ জেল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে।

ডিজিটাল ডেস্ক 






















