ময়মনসিংহ , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা আশুলিয়ায় গণঅভ্যুত্থানে আগুনে পুড়িয়ে দেওয়া এক মরদেহের পরিচয় শনাক্ত হামজা চৌধুরী ফুটবলার থেকে ফটোগ্রাফার বনে গেলেন ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ সাবেক বিচারপতি মানিকসহ নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন শলাপরামর্শে’ প্রশাসনে নিয়োগ, বদলি বললেন গোলাম পরওয়ার আদালতে লতিফ সিদ্দিকী ভাই কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ভোটের নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বললেন সিইসি শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে বললেন মির্জা ফখরুল সোমবার হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় , সরাসরি সম্প্রচার করবে বিটিভি পাথরঘাটায় ধরা পড়লো বিপন্ন প্রজাতির কালো বাইন পাথরঘাটায় , বিক্রি হলো আড়াই লাখ টাকায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শুবমান গিল ঘাড়ে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি

ঘাড়ে টান লাগার কারণে ভারতীয় অধিনায়ক শুবমান গিলকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই। ফলে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে আর মাঠে ফিরতে পারছেন না তিনি।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, শনিবার দিনের খেলা শেষে পরীক্ষার জন্য গিলকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন এবং এই টেস্টে আর অংশ নিতে পারবেন না। মেডিকেল দল তার পরিস্থিতি নজরে রাখছে।

গতকাল শনিবার রাত থেকেই তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে গিলকে হাসপাতালে নেওয়া হয়। তখন তার গলায় নেক ব্রেস ছিল, পাশে ছিলেন দলের চিকিৎসক।

দিনের শুরুতে ব্যাটিংয়ের সময়ই গিল অস্বস্তি অনুভব করেন। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পর ঘাড়ে ব্যথা টের পেয়ে ফিজিওকে ডাকেন এবং দ্রুত মাঠ ছাড়েন। এরপর আর ব্যাট করতে নামেননি তিনি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকদের ক্যামেরায় দেখা যায়, গিল ঘাড়ের ব্যায়াম করছেন। গত বছর অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একই সমস্যার কারণে খেলতে পারেননি তিনি।

তবে ভারতীয় বোলিং কোচ মরনে মরকেল এটিকে গুরুতর সমস্যা মনে করছেন না। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে দারুণভাবে ম্যানেজ করে। আজ সকালে ঘুম থেকে উঠে তার ঘাড় শক্ত হয়ে যায়, দুঃখজনক। আগে বুঝতে হবে জড়তা কীভাবে হলো। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমার মনে হয় না এটা খেলার চাপের কারণে।’

গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শুবমান গিল ঘাড়ে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১২:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ঘাড়ে টান লাগার কারণে ভারতীয় অধিনায়ক শুবমান গিলকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৬ নভেম্বর) সকাল পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন বলে জানিয়েছে বিসিসিআই। ফলে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে আর মাঠে ফিরতে পারছেন না তিনি।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, শনিবার দিনের খেলা শেষে পরীক্ষার জন্য গিলকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন এবং এই টেস্টে আর অংশ নিতে পারবেন না। মেডিকেল দল তার পরিস্থিতি নজরে রাখছে।

গতকাল শনিবার রাত থেকেই তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইএসপিএনক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে গিলকে হাসপাতালে নেওয়া হয়। তখন তার গলায় নেক ব্রেস ছিল, পাশে ছিলেন দলের চিকিৎসক।

দিনের শুরুতে ব্যাটিংয়ের সময়ই গিল অস্বস্তি অনুভব করেন। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পর ঘাড়ে ব্যথা টের পেয়ে ফিজিওকে ডাকেন এবং দ্রুত মাঠ ছাড়েন। এরপর আর ব্যাট করতে নামেননি তিনি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকদের ক্যামেরায় দেখা যায়, গিল ঘাড়ের ব্যায়াম করছেন। গত বছর অক্টোবরেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একই সমস্যার কারণে খেলতে পারেননি তিনি।

তবে ভারতীয় বোলিং কোচ মরনে মরকেল এটিকে গুরুতর সমস্যা মনে করছেন না। দিনের খেলা শেষে তিনি বলেন, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে দারুণভাবে ম্যানেজ করে। আজ সকালে ঘুম থেকে উঠে তার ঘাড় শক্ত হয়ে যায়, দুঃখজনক। আগে বুঝতে হবে জড়তা কীভাবে হলো। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমার মনে হয় না এটা খেলার চাপের কারণে।’

গিলের অনুপস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত।