ময়মনসিংহ , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহর

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আজ বুধবার লাইভে কথা বলবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে ইঙ্গিত করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া আরেক স্ট্যাটাসে বলা হয়, ‘যে সকল মিডিয়া হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’

প্রসঙ্গত, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন। তবে এখন পর্যন্ত তার কোনও সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে।

তবে সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছি দলটি। এর অংশ হিসেবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছেন দলীয় কর্মীরা। এছাড়া ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আজ বুধবার লাইভে কথা বলবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে ইঙ্গিত করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া আরেক স্ট্যাটাসে বলা হয়, ‘যে সকল মিডিয়া হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’

প্রসঙ্গত, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন। তবে এখন পর্যন্ত তার কোনও সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে।

তবে সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছি দলটি। এর অংশ হিসেবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছেন দলীয় কর্মীরা। এছাড়া ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।