বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্যকালে ভূল বশত সংখ্যা লঘু কথাবলার জেরে প্রতিপক্ষের অপপ্রচারের প্রতিবাদে এবং বক্তব্যকালে অপ্রত্যাশিত কথায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ভিপি।
সোমবার দুপুরে শহরের গড়কান্দাস্থ দলীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংঠনের একাংশের নেতাকর্মীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হোসেন রুমান, শহর যুবদলের আহবায়ক আলী আকবর চান্দুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে ভিপি আনোয়ার বলেন,
গত ৩ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে বিএনপি’র আরেকাংশের দলীয় মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর রাজনৈতিক অবস্থান আলোচনা করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ভুক্ত বলে দুলাল চৌধুরী ভোটের মাঠে হারবেন, ভিপি আনোয়ারের এমন বক্তব্যের জেরে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এদিকে পরদিন রাতেই ভিপি আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে।অপপ্রচারের প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।