জাতীয় সংসদের উচ্চ কক্ষ ভোটের অনুপাতে হতে হবে, এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৮ জুলাই) জামালপুরে এ কথা বলেন তিনি। দেশব্যাপী দলটির চলমান কর্মসূচির অংশ হিসেবে সেখানে গিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা।
নাহিদ ইসলাম বলেন, উচ্চ কক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি।
তিনি আরও বলেছেন, সে বিষয়ে ঐকমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐকমত্য আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো।
এ ছাড়া সেখানে চব্বিশের জুলাইয়ে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি।