মাটিওমানুষ ডেস্ক-
নায়ক কায়েস আরজুর সিনেমাই ধ্যানজ্ঞান । তবে সেভাবে জ্বলে উঠতে পারেননি। সবকিছু ছাপিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। বেশ কয়েকটি ছবি এরইমধ্যে মুক্তি পেয়েছে । তিনি যুক্ত হলেন ‘গবেট’ নামে নতুন একটি সিনেমায়। নির্মাণ হবে ছবিটি বেঙ্গল আই মাল্টি মিডিয়ার ব্যানারে । এটি পরিচালনা করেছেন দেবাশীষ সরকার।
ছবিটিতে আরজুর সাথে জুটিবদ্ধ হয়ে আসছেন শিরিন শিলা।আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ন করা হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক বেঙ্গল আই মাল্টি মিডিয়ার স্বত্তাধিকারি এ কে এম গোলাম ছারওয়ার।নতুন এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘গবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকে।
সঙ্গে শিরিন শিলা ‘গবেট’ সিনেমায় যুক্ত হলেন আরজু
এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে৷ আরো ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত “রুখে দাঁড়াও” ছবির পরিচালক দেবাশীষ দা’র মতো সিনিয়র ডিরেক্টরের সঙ্গে নতুন করে কাজ করতে পারাতে ভালো লাগছে।সিনেমাটির অন্যান্য চরিত্রের অভিনয় করবেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ।পরিচালক নিজেই কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন । ছবিতে গান থাকছে পাঁচটি৷ বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন আগুন, কনা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী, জেফার।