শূরায়ি নেজাম বা জুবায়ের পন্থীদের আয়োজনে বেলা ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। আখেরী মোনাজাতের আগে সরকারি নির্দেশনা মোতাবেক মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে ইজতেমা ময়দানের চারপাশে এ চিত্র দেখা যায়। বেলা ১২ টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ি নেজামের শীর্ষ মুরুব্বী হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।