শেষ হওয়ার পথে ২০২৫ সাল, আর এই বছর ফুটবল মাঠে নিয়মিত গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্লাব (রিয়াল) ও জাতীয় দল (ফ্রান্স) মিলিয়ে গোল সংখ্যা এখন পর্যন্ত ৬০।
২০২৫ সালে এখন পর্যন্ত এমবাপ্পেই সর্বোচ্চ গোলদাতা। ক্লাবের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, রিয়ালের হয়ে তিনি চলতি বছর ৫৪ ম্যাচে ৫৩ গোল করেছেন, যার মধ্যে ২৩ গোলই চলতি মৌসুমে এসেছে। চলতি মৌসুমে রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশ এমবাপ্পের কাছ থেকে এসেছে। ফ্রান্স জাতীয় দলের হয়ে তিনি এ বছর ৭ গোল করেছেন।
বর্তমানে ২১ শতকে ক্লাব ফুটবলে এক বছরে ৫৯ গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় স্থানে রয়েছেন। এমবাপ্পে ৭ গোল করলে রোনালদোকে তিনে ঠেলে দুইয়ে উঠে যাবেন। তবে ক্লাব ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ৭৯ গোল নিয়ে তালিকার চূড়ায় থাকা লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়া এমবাপ্পের জন্য অনেকটাই অসম্ভব, কারণ সেক্ষেত্রে তাকে ৫ ম্যাচে ২৭ গোল করতে হবে।
এই তালিকায় এবার প্রবেশ করেছেন এমবাপ্পেও। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের তালিকাতেও আরও ওপরে ওঠে আসার সুযোগ আছে এমবাপ্পের। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০১২ সালে ৯১ গোল করে সবার ওপরে মেসি রয়েছেন, এরপর ৮৫ গোল নিয়ে দ্বিতীয় জার্ড মুলার এবং ৭৫ গোল করে তৃতীয় পেলে।
এমবাপ্পে যদি বাকি ৫ ম্যাচে অন্তত ১৫ গোল করেন, তবে তিনি পেলেকে ছুঁয়ে ফেলবেন। আর ১০ গোল করতে পারলে তিনি রোনালদো ও লেভানডফস্কিকে পেছনে ফেলতে পারবেন।

ডিজিটাল ডেস্ক 























