ময়মনসিংহ , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না বললেন সালাহউদ্দিন কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বললেন শিক্ষা সচিব বিএনপি কৃষকদের হাতকে শক্তিশালী করবে বললেন তারেক রহমান শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বললেন শিক্ষা উপদেষ্টা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দুপুরে চিকিৎসকের বিরুদ্ধে মারধরের অভিযোগ সোহরাওয়ার্দী হাসপাতালে , কর্মবিরতিতে নার্সরা কুড়িগ্রামকে ভাওয়াইয়া সুরে ইত্যাদি মাতালো ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না এইচএসসিতে ঢাকা বোর্ড পাসের হারে এগিয়ে , পিছিয়ে কুমিল্লা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার নতুন মামলায় গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে আদালতে হাজির করে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এদিন সকালে কামাল আহমেদকে কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এ মামলার ১ নম্বর আসামি কামাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না বললেন সালাহউদ্দিন

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে আদালতে হাজির করে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এদিন সকালে কামাল আহমেদকে কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এ মামলার ১ নম্বর আসামি কামাল।