অনলাইন সংবাদ-
রাজধানী ঢাকাসহ সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। অফিস আদালতের কথা ভেবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের পূর্বের কোনো ঘোষণা ছিল না। আইন শৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।