ময়মনসিংহ , সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ঘটনা না ঘটে, ব্যবস্থা নিচ্ছি’:স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দিতে চায় যুক্তরাজ্য বললেন সারাহ কুক আমার ছেলেদের সবার আগে গালি শিখিয়েছি, কারণ বাংলাদেশে গালি লাগে বললেন আসিফ খাগড়াছড়ি ১৪৪ ধারা-অবরোধে থমথমে আওয়ামী লীগের ১৩ জন গ্রেপ্তার বুবলী ও বাদলসহ দাদাগিরি নয়, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি রাশিয়ার জাহাজ কুতুবদিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ দুর্গাপূজার নিরাপত্তায় ইডেন কলেজ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ডেকেছেন মস্তিষ্ককে কুরআনের অভ্যাসে অভ্যস্ত করার ৪ উপায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ দুর্গাপূজার নিরাপত্তায়

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাকসু নেতারা জানান, পূজা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার এ বিষয়ে কাজ করছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আমরা পূজার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। গতকাল জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজা নিশ্চিত করতে তাদের সুপারিশসমূহও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর তোফাজ্জল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

তিনি জানান, এ বিষয়ে প্রকৃত তথ্য ও তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ঘটনা না ঘটে, ব্যবস্থা নিচ্ছি’:স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ দুর্গাপূজার নিরাপত্তায়

আপডেট সময় ১১:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডাকসু নেতারা জানান, পূজা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সরকার এ বিষয়ে কাজ করছে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, আমরা পূজার নিরাপত্তা নিয়ে বিভিন্ন উদ্বেগ ও প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি। গতকাল জগন্নাথ হল, শিববাড়ি মন্দির ও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ পূজা নিশ্চিত করতে তাদের সুপারিশসমূহও উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুতর তোফাজ্জল হত্যাকাণ্ড ও সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

তিনি জানান, এ বিষয়ে প্রকৃত তথ্য ও তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।