চূড়ান্ত প্রতিবেদনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগ সুবিধা প্রস্তাবের জন্য গঠিত সাব কমিটির সুপারিশ প্রতিফলন না হওয়ায় জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেই পদত্যাগের কথা জানান।
মাকছুদুর রহমান বলেন, ‘বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে চার সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটি কমিশনে মোট ৩৩টি প্রস্তাবনা দেয়। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব প্রস্তাবনা প্রতিফলন না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এসময় উচ্চ শিক্ষার মান উন্নয়নে উপ-কমিটির প্রস্তাবনাগুলো আমলে নিতে সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানান এই অধ্যাপক।

ডিজিটাল ডেস্ক 























