গত রোববার (২৩ নভেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা. আশাবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা কেঁপে উঠলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের ৩টিতে ফাটল ধরে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। এ সময় হলগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হলগুলোর ফিটনেস পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করা হয়।

ডিজিটাল ডেস্ক 

























