গোয়াইনঘাট প্রতিনিধি :
হাজী আবরু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলাউর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দীর গাও ইউনিয়নের বহর গ্রামের প্রান্তিক ও নিম্ন আয়ের ৫০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে জনাব ইঞ্জিনিয়ার মোঃ আলাউর রহমান বলেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় উব্ধুদ্ধ হয়ে যদি সমাজের বিত্তবান মানুষ এই হতদরিদ্রদের প্রতি সাহায্যের হাত এগিয়ে দেন তাহলেই আমার প্রচেষ্টা সার্থক। তবে আজকের এ ঈদ উপহার বিতরণ একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে। ইনশাআল্লাহ আগামীতে আরও অনেকে এগিয়ে আসবেন। এসময় উপস্থিত ছিলেন হাজী আবরু মিয়া ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ উপহার হিসাবে নগদ অর্থ ও ঈদ সামগ্রী ছিল। উল্লেখ্য, প্রতি প্যাকেটে ঈদ উপহার সামগ্রী হিসাবে ছিল সেমাই, সয়াবিন তেল, চিনি, ময়দা, পিয়াজ,নারিকেল।