বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। মাঠ ও মাঠের বাইরে ক্যামেরার লেন্স সবসময় তাকেই খোঁজে। তবে কিছু সময়ের জন্য ফুটবলার থেকে ফটোগ্রাফার বনে গিয়েছিলেন হামজা। অনেকটা মজা করে হাতে তুলে নিলেন নেন ক্যামেরা।
আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে জামাল ভুঁইয়ারা।
অনুশীলনের ফাঁকে হামজাকে দেখা যায় একেবারে অন্য ভূমিকায়। কিছু সময়ের জন্য ফুটবলকে দূরে রেখে মজার ছলে হাতে তুলে নেন ক্যামের। বনে যান একজন প্রেশাদার ফটোগ্রাফার।
অনুশীলনে ভক্তদের থেকে নিয়মিত ভালোবাসা পাচ্ছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সেই ভালোবাসাও হাসিমুখে সাদরে গ্রহণ করেন হামজা। এক কিশোর ভক্তের হাতে আঁকা নিজের স্কেচে অটেগ্রাফ দেন তিনি।

ডিজিটাল রিপোর্ট 
























