সিলেটের চা–শ্রমিকেরা বকেয়া মজুরি, রেশন পরিশোধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।গতকাল (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টা নাগাদ ‘চা–শ্রমিক ও চা–বাগান রক্ষা কমিটির’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। পরে বেলা দেড়টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
এই কর্মসূচিতে সিলেটের ২২টি বাগানের চা–শ্রমিক ও নেতারা অংশ নেন।
চা শ্রমিকদের দাবি, দ্রুত বাগান সরদারদের মাসিক বেতন প্রদান, সাপ্তাহিক রেশন চালু, বাগানের মাসিক বেতনভুক্ত শ্রমিকদের বেতন পরিশোধ, কর্তনকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়া, চিকিৎসা ও ওষুধ সরবরাহ, শ্রমিকদের বসতবাড়ি নির্মাণ, টিন-কাঠ-জানালা-দরজা প্রদান, বকেয়া বোনাস পরিশোধ, আইন অনুযায়ী খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং চা–বাগানের অবসরে থাকা শ্রমিকদের ফান্ডের টাকা প্রদান করা।
এই সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান এবং সদর উপজেলা বিএনপির সভাপতি। এছাড়াও, চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি, সাধারণ সম্পাদক এবং চা-বাগান পঞ্চায়েত কমিটির। এই সময় শ্রমিকদের মজুরি প্রদান করে দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সুরাহা করার আহ্বান জানান তারা।