পৌষের মাঝামাঝি সময়ে এসে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ দিনের প্রথমার্ধে আকাশ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশের আবহাওয়ার পরিস্থিতির ওপর দেওয়া এক বিশেষ বার্তায় অধিদপ্তর জানিয়েছে যে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনের বেলা রোদের তেজ কম থাকায় সারাদেশে শীতের অনুভূতি অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদদের মতে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিতে শীতের কামড় খুব একটা কমবে না। বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঘন কুয়াশা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলতে পারে।

ডিজিটাল ডেস্ক 
















