লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দেশে ফিরেছেন।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা তাদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিবিয়া থেকে ১৭৫ জন দেশে ফিরেছেন।দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
গতকাল বুধবার (২০ আগস্ট) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, ২০ আগস্ট বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।