খুলনা নগরের বড় মির্জাপুর এলাকায় একটি ছাতা কোম্পানির কারখানায় আগুন লেগেছে। পাঁচতলা ভবনের চতুর্থ তলায় গড়ে তোলা হয়েছিল ওই কারখান। প্রায় ৪ ঘণ্টার আগুনে ভবনটির চতুর্থ তলা পুরোপুরি পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বড়৪ ঘণ্টার আগুনে , মির্জাপুর এলাকার একটি বহুতল ভবনে রহমান ছাতা কোম্পানির কারখানা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সেখানে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে তিনটার দিকে আরও একটি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছাতার কারখানাটি ছিল দুটি পাঁচতলা ভবন জোড়া লাগানো একটি স্থাপনায়। এর একটি অংশের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনে প্রবেশের জন্য পর্যাপ্ত পথ না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আশপাশের বাড়ির ছাদ ও টিনের চাল বেয়ে পানি ছিটাতে হয়েছে। বিভিন্ন গেটে তালা লাগানো থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। আগুন লাগার সময় ভবনের চতুর্থ তলায় কয়েকজন অবস্থান করছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা নিচে নেমে যান। ভবনের আশপাশে অবস্থান করা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) আবু বকর জামান বলেন, ‘আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আটটি ইউনিট সেখানে কাজ করেছে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ভবনের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’